Ticker

6/recent/ticker-posts

উপবৃত্তি পাবে এসএসসি ২০২২ শিক্ষার্থীরা – আবেদন করার নিয়ম


মাধ্যমিক পর্যায়ে এসএসসি ২০২২ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই ফলাফলের উপর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করবে বিভিন্ন প্রতিষ্ঠান। Click for Apply

এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানে তাদের উপবৃত্তি কার্যক্রম ঘোষণা করেছে, এখানে শিক্ষার্থীরা অনলাইনে

আবেদন করেও উপবৃত্তি পেতে পারে। এক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয় দুই ধরনের উপবৃত্তি শিক্ষার্থীদের কে দিবে।

আজকে আমরা শিক্ষার্থীদের কে এই বিষয়গুলো জানিয়ে দিব যে তারা কি ধরনের উপবৃত্তি পেতে পারে এবং কত টাকা উপবৃত্তি দেওয়া হবে।

মূলত শিক্ষার্থীদের পড়াশোনার কার্যক্রম সচল রাখতে সহযোগিতা করেন , কারণ যদি একজন শিক্ষার্থীর

পড়াশুনার খরচ চালানোর জন্য ভালো একটি অর্থ পায় এবং বছর শেষে যাবতীয় কার্যক্রমের জন্য একটি ভালো

অর্থ পায় তাহলে তার পড়াশোনা নিয়ে আর দুশ্চিন্তা করতে হয় না। এর মধ্যে সবচেয়ে ভাল প্রতিষ্ঠান হিসেবে উপবৃত্তি প্রদান করছে

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। যারা কিনা শিক্ষার্থীদের দুই বছরের দায়িত্ব নিচ্ছে এবং গ্রামপর্যায়ে শিক্ষার্থীদের বেশি সুযোগ সুবিধা দিবে।

এরই মধ্যে ডাচ-বাংলা ব্যাংকে উপবৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেছে, যেখানে আবেদন শুরু হয়েছে বলা হয়েছে।

শিক্ষার্থীরা সেখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য শিক্ষার্থীর ছবি, বাবা মায়ের ছবি, এবং নম্বরপত্র প্রশংসাপত্রের দরকার হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীরা মাসিক ২৫০০ টাকা করে উপবৃত্তি পাবেন অর্থাৎ সর্বমোট 2 বছরের

২৪ মাসে শিক্ষার্থী ৬০০০০ টাকা উপবৃত্তি পাবে। এর সাথে বই-খাতা কেনার জন্য তাকে ২৫০০ টাকা আরও দেয়া হবে

এবং পোশাক পরিচ্ছন্নতার জন্য তাকে ১০০০ টাকা দেয়া হবে। সব মিলিয়ে একজন শিক্ষার্থী দুই বছরের ৬৭ হাজার টাকা উপবৃত্তি পাবে।

উপবৃত্তি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এখানে গ্রামপর্যায়ে শিক্ষার্থীদের বেশী গুরুত্ব দেয়া হবে। ৯০ শতাংশ বৃত্তি

শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে গ্রামপর্যায়ে শিক্ষার্থীদের জন্য এবং মেয়েদের জন্য উপবৃত্তি ৫০ শতাংশ বরাদ্দ করা হয়েছে।

তাই অবশ্যই সকলের আবেদন করা উচিত যোগ্যতা নিয়ে উপবৃত্তি তে বলা হয়েছে বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত GPA-5 দরকার হবে এবং গ্রামপর্যায়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত GPA 4.84 দরকার হবে।

আবেদন করার নিয়ম প্রসঙ্গে তারা জানিয়েছে ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

সেখানে খুব সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তারা অপেক্ষা করবে, এর পরবর্তীতে প্রাথমিক ফলাফল

প্রকাশ করা হবে। ২৯ ডিসেম্বর ফলাফল শেষে শিক্ষার্থীরা জানতে পারবে। তার পরবর্তীতে সেই তথ্য অনুযায়ী সকল

তথ্য নিকটস্থ কোনো ব্যাংকের কাছে তারা এই তথ্য জমা দিবেন। এর পরবর্তীতে চূড়ান্ত ফলাফল তারা তাঁদের ওয়েবসাইটে জানিয়ে দিবে। [ডাচ-বাংলা ব্যাংকে আবেদন করতে ক্লিক করুন]

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তিঃ

আবেদন শুরুর তারিখ : ০৩ জানুয়ারি ২০২২

আবেদনের শেষ তারিখ : ০৬ ফেব্রুয়ারী ২০২২

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ : ১০ ফেব্রুয়ারী ২০২২

কাগজপত্রের সত্যতা যাচাই  : ১৩ ফেব্রুয়ারী থেকে ১৪ মার্চ ২০২২

Post a Comment

0 Comments

প্রাথমিক বৃত্তি পরীক্ষা - ২০২২ মডেল টেস্ট -০১