Ticker

6/recent/ticker-posts

প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা ২০২২, সাধারণ নির্দেশনাবলি

প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা ২০২২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সাধারণ নির্দেশনাঃ

ü       শিক্ষার্থীকে প্রশ্নপত্রের নির্ধারিত জায়গায় টিক চিহ্ন অথবা লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে।   ভিন্নভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।

ü       বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে   সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ü       প্রতি বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে। প্রতি প্রশ্নের চারটি   অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক ( ) চিহ্ন দিতে হবে। সঠিক উত্তর নির্বাচনে দুই বা ততোধিক   অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ঐ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না।

ü       বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যার মধ্য থেকে ৪টি করে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে   এবং  অপর ৭টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তকের মধ্য হতে থাকবে। একটি রচনামূলক প্রশ্নের     জন্য ১০ নম্বর থাকবে।

ü      গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন   থাকবে যার প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে।

ü        ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি বিষয়ে অনুচ্ছেদ    লিখতে দেওয়া হবে যার মান ১০ নম্বর থাকবে।

ü       প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনামূলক প্রশ্ন   থাকবে যার প্রতিটির পূর্ণমান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে।



Post a Comment

0 Comments

প্রাথমিক বৃত্তি পরীক্ষা - ২০২২ মডেল টেস্ট -০১